প্রদীপকে দেখে‘ চোর চোর’ বলে চিৎকার

বাংলাদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য চট্টগ্রাম আদালতে হাজির করা হয় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে। এ সময় আদালত চত্বরে প্রদীপকে দেখে অনেকেই ‘চোর চোর’ বলে চিৎকার করেন।

তবে তাদের কথায় কর্ণপাত না করে প্রদীপ কুমার দাশ বলেন, আপনাদের জন্য, দেশের জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এরপরও কোনো অপরাধ না করে শাস্তি পেয়েছি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম আদালত চত্বর থেকে প্রদীপ কুমার দাশকে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।

এর আগে আজ (বৃহস্পতিবার) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য প্রদীপ কুমার দাশকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। তবে এদিন প্রদীপের আইনজীবী তার সাক্ষ্যগ্রহণ স্থগিতের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখেন। তবে এদিন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদের আদালতে মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন সাক্ষ্য প্রদান করেছেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জাগো নিউজকে বলেন, গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছিল। গত ১৭ জানুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। তবে ওইদিন সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। আজ (বৃহস্পতিবার) সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম দিন মামলার বাদী রিয়াজ উদ্দিন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি মামলার বিভিন্ন তথ্য-উপাত্ত ও নথিপত্র আদালতে উপস্থাপন করেছেন। তবে হাইকোর্টে প্রদীপ কুমার দাশ এই মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে একটি আবেদন করেছিলেন। সেই সূত্র ধরে প্রদীপের সাক্ষ্যগ্রহণ স্থগিতের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *