নিউজ ডেষ্ক- আর কিছু দিন পর প্যারিসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ব্যালন ডি-অর জয়ীর নাম। আগামী ১৭ অক্টোবর প্যারিসে এক ঘোষণায় জানা যাবে কার হাতে উঠছে এবারের ব্যালন ডি অর। তবে এর আগেই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম। এই তালিকায় এক নম্বরে রয়েছেন রিয়াল তারকা করিম বেনজেমা।
গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন এই ফরাসি স্ট্রাইকার। তার দল চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি জিতেছে লিগ শিরোপাও, আর এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন বেনজেমা নিজেই। গোলে বার্সা তারকা লেভানডোভস্কির চেয়ে বেশ পিছিয়ে থাকলেও ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সে অনেক এগিয়ে বেনজেমা।
গত মৌসুমে ৪৬ ম্যাচে ৪৪ গোল করেন ফরাসি এই তারকা। তার এমন পারফরম্যান্সেই রিয়াল মাদ্রিদ সুপারস্টারের হাতেই ব্যালন ডি’অর ওঠার কথা। লিস্টের এক নম্বরে থাকা বেনজেমার মোট পয়েন্ট ছিল ২৭। দুইয়ে থাকা লিভারপুল তারকা সাদিও মানের পয়েন্ট ১৬। আর তিন নম্বর নামটি মোহামেদ সালাহর। যার পয়েন্ট ১৪।
সবচেয়ে অবাক করা নাম ভিনিসিয়ুস জুনিয়র। গত মৌসুমে রিয়ালের জার্সিতে দারুণ ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান আছেন ফাঁস হওয়া ব্যালন ডি’অরের তালিকায় চারে। পাঁচ ও ছয়ে যথাক্রমে রবার্ট লেভানডভস্কি ও কিলিয়ান এমবাপ্পে। মূলত চ্যাম্পিয়ন্স লিগে লস ব্লাঙ্কোসদের গোলমেশিন ছিলেন বেনজেমা।
পিএসজি ও চেলসির বিপক্ষে করেন দারুণ হ্যাটট্রিক। মূলত ওই দুই ম্যাচে তার নজরকাড়া হ্যাটট্রিকে ভর করেই রিয়াল এগিয়ে যায় পরের ধাপে। সব মিলিয়ে শুধু চ্যাম্পিয়ন্স লিগেই ১২ ম্যাচে ১৬ গোল করেছিলেন ৩৪ বছর বয়সি এই তারকা।