প্রতিমূহূর্তেই আন্দোলন, ঈদের আগে-পরে নয়: গয়েশ্বর

রাজনীতি

নিউজ ডেষ্ক- সরকার পতনের জন্য ‘ঈদের আগে বা পরে আন্দোলন’- এই ভাবনা পরিত্যাগ করে প্রতি মূহূর্তেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সম্প্রতি দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে ডাকা এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল।

সভায় গয়েশ্বর রায় বলেন, ‘সত্য প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কোনও অজুহাত থাকে না। কারণ ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ, ধর্মীয় যুদ্ধের মতোই একটা যুদ্ধ। সে কারণেই বলছি আমাদের রোজা-পূজা, শীতের আগে শীতের পরে, ঈদের আগে ঈদের পরে— এই ভাবনা পরিত্যাগ করেন। প্রতি মূহূর্তই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মাঠে-মাঠে, প্রান্তরে-প্রান্তরে ঘুরে বেড়াতে হবে। মানুষের মনে আজ যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে বিস্ফোরণের মত রাজপথে আনতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘মন থেকে সকল দুর্নীতির চিন্তা বাদ দিয়ে দেশের স্বার্থের কথা বিবেচনা করে দেশটা বদলে দিতে পারলে জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠা স্বার্থক হবে এবং বিএনপি জনগণের মনে চিরস্থায়ীভাবে থাকবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রান নিয়ে জনগণ একটা সুশাসন চায়। আর এই সুশাসন নিশ্চিত করতে গেলে, দুর্নীতিকে নির্মুল করতে গেলে, অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হলে; জাতীয় ঐক্যমতে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা দক্ষিনের আহবায় আবদুস সালাম প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *