নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে বিয়েকে কেন্দ্র করে তুমুল আলোচনায় ছিলেন বিদ্যা সিনহা মিম। এবার বিয়ে ঝক্কি ঝামেলা মিটিয়ে কাজে মনযোগী হলেন এই তারকা।
আর ফিরেই চমকে দিলেন সবাইকে। নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মিম। ছবি দেখে কারও চেনার উপায় নেই এটা মিম। গতকাল নিজের ফেসবুকে পোস্ট করা ছবিতে পুরুষের লুকে দেখা গেছে মিমকে।
আসলে গতকাল একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন এই অভিনেত্রী । রনি ভৌমিকের পরিচালনায় বিজ্ঞাপনচিত্রটিতে তিন চরিত্রে আসছেন মিম। একই সঙ্গে তিনি স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করেছেন।
এ ব্যাপারে মিম বলেছেন, আগে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি নাটকে এবং বিজ্ঞাপনচিত্রে। তবে কী জানেন, কখনোই না একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করিনি। আর মজার বিষয় হলো, এবারই প্রথম পুরুষ চরিত্রে দেখা যাবে আমাকে। দারুণ একটা অভিজ্ঞতা হলো বিজ্ঞাপনচিত্রটির শুটিং করতে গিয়ে।
গত ১৭ জানুয়ারি বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ের কথা থাকলেও করোনা পরীক্ষার ফল হাতে না পাওয়ায় শুটিং করেননি। গতকাল নেগেটিভ ফল হাতে পাবার পর শুটিংয়ে অংশ নেন মিম।