পুতিনের সম্পদ জব্দ করছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সম্পদ জব্দ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পুতিন ইউক্রেনে অভিযান শুরুর পর ইইউ এ নিয়ে ইইউ তৃতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপ করল বলে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে।

ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা স্থানীয় সময় শুক্রবার তাদের ওপর একাধিক নিষেধাজ্ঞার অনুমোদন করার পরিকল্পনা করছেন বলে এই ব্যাপারে অবগত তিনজনকে উদ্ধৃত করে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে।

অবশ্য পুতিন ও লাভরভের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলে ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে। ইইউ কূটনীতিক সমাধানের পথ খোলা রাখতে চায় বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ইইউ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা যত দ্রুত সম্ভব অগ্রসর হচ্ছি। আরও প্রভাবশালী রাশিয়ানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে যাচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *