পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে মামলা, যা বললেন মুমিনুল

Uncategorized

নিউজ ডেষ্ক- অনুশীলনে অনুমতি না নিয়ে পাকিস্তানের পতাকা ওড়ানো নিয়ে নানা আলোচনা-সমালোচনা করেন ক্রিকেট ভক্ত থেকে শুরু করে সাধারন মানুষও। আর বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নালিশি মামলা দায়ের করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

বিষয়টি নিয়ে আইনজীবী মো. মাহবুবুল হক জানান, মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তানে পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে গত ১৫ নভেম্বর মিরপুরে অনুশীলনের সময় নিজেদের পতাকা টানিয়ে অনুশীলন করে বাবর-রিজওয়ানরা। যা নিয়ে পরবর্তীতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

যদিও সমালোচনার পর অনুশীলনের সময় পতাকা টানাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চায়।

এ বিষয়ে টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হককে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান তিনি। বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে বাইরে কি হচ্ছে না হচ্ছে, এগুলো আমার শোনার কোনও প্রয়োজন নাই। না শুনলেই ভালো। কান বন্ধ রাখলেই ভালো। আর এ ব্যাপারটা আপনাদের কাছেই প্রথম শুনলাম।

দুই ম্যাচ টেষ্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল(শুক্রবার) মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এর আগে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে জয়ের দেখা পায়নি স্বাগতিকরা। তাই সাদা পোশাকে জয় দিয়ে শুরু করতে চায় মুমিনুলের দল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *