নিউজ ডেষ্ক- ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা ৪০০ টাকা ফেরত চাওয়ায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। রোববার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন- আলকাছ মিয়া (৩৫), নয়ন মিয়া (১৮), জসিম মিয়া (৩২), কালু মিয়া (২৮), জীবন মিয়া (১৮), নাদিম (১৮), কিরন মিয়া (১৯), শাহীন মিয়া (৩০), বাদল মিয়া (২২), মনসুর আলী (৩০), বিল্লাল মিয়া (৬০) সদরে ভর্তি, পাভিয়া (৩০), ময়না বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, চার বছর আগে মৈন্দ গ্রামের বাসিন্দা সুমনকে ৪০০ টাকা ধার দিয়েছিলেন একই গ্রামের মনসুর। রোববার রাত ৯টার দিকে মৈন্দ বাজারের একটি চায়ের দোকানে সুমনের কাছে নিজের পাওনা টাকা চান মনসুর। এ সময় সুমন টাকা ফেরত দিবেন না বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনসুরকে মারধর শুরু করেন সুমন। পরে তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় মুরুব্বিরা মীমাংসা করে দেন।
পরে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়। কিন্তু কিন্তু কিছুক্ষণ পর বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন লাঠিসোটা সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। পরে আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।