নিউজ ডেষ্ক- পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার পক্ষে নন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। তিনি মনে করেন আইন করে এই রীতি বন্ধ করা উচিৎ। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা।
এ ব্যাপারে সজল বলেন, বাঙালি আবহমান কাল ধরে বর্ষবরণে নানা উৎসব পালন করে আসছে। কিন্তু অনেক পরে এসে যুক্ত হয়েছে ঘটা করে পান্তা-ইলিশ খাওয়া। আইন করে বন্ধ করা হোক পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার রীতি!
নামিদামি ক্লাব, হোটেল-রেস্টুরেন্টে আয়োজন করা হয় পান্তা-ইলিশের। চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে এবং রং-বেরঙের লিফলেট বের করে হোটেল কর্তৃপক্ষ ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা বলতে তাদের কিছুই নেই। অতি লাভের আশায় এই ব্যবসায়ী শ্রেণি নববর্ষে পান্তা-ইলিশ খাওয়ার প্রথা চালু করেছে। বয়োজ্যেষ্ঠদের কাছে শুনেছি, এ প্রথা খুব বেশিদিন আগের নয়।জন্মদিন আজ