পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

আন্তর্জাতিক

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। যদিও এ ঘটনায় বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

৪০ কিলোমিটার বেগে চলা ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এরই মধ্যে উদ্ধারকারী দল ও কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

জানা গেছে, পটনা থেকে গুয়াহাটিগামী ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে যায়। তাছাড়া তিনটি বগি একেবারে উল্টে গেছে।

দেশটির রেল সূত্র জানায়, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করা হয়েছে। উল্টে যাওয়া বগি কেটে বের করা হচ্ছে যাত্রীদের।

দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের একজন উচ্চ পর্যায়ের কমিশনারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রেলওয়ে বোর্ডের চেয়ারপাসন ও ডিজি (নিরাপত্তা) দিল্লি থেকে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিস্থিতি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছেন ও উদ্ধার অভিযান সম্পর্কে অবহিত করছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *