নিউজ ডেষ্ক- এবার বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের ম্যানেজার বিজন বড়ুয়া বলেছেন, আমরা শুরু থেকেই ভালো ফুটবল খেলে এসেছি। আমরা বাহরাইনের বিপক্ষে গোলশূন্য ড্র এবং ভুটানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছি। আমি আগেও বলেছি যে আমরা যদি পদ্মা সেতু করতে পারি তাহলে বাহরাইন-কাতারকে হারাতে পারবো না কেন?
গতকাল বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বাহরাইনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই পর্বের তৃতীয় ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এসব কথা জানান তিনি।
এ সময় বিজন বড়ুয়া বলেন, আগামী ম্যাচে আমরা কাতারের বিপক্ষে মাঠে নামবো। আমাদের ছেলেদের আত্মবিশ্বাস অনেক বেশি। কাতারকে হারানোর অ্যাবিলিটি আছে। তাদের খেলা সুন্দর, পাসিং সুন্দর।
এ সময় ম্যানেজারের মত অধিনায়ক তানভীর হোসেন বলেন, এখন পর্যন্ত আমরা নিজেদের প্রত্যাশানুযায়ী খেলতে পেরেছি। বাহরাইনের বিপক্ষে আমরা ড্র করেছি। ভুটানের বিপক্ষে জয় নিয়ে তিন পয়েন্ট পেয়েছি। আগামী ম্যাচেও আমরা ভালো কিছুই চাই। আমরা এই বিষয়ে আত্মবিশ্বাসী।