রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৪ কেজি ২৮০ গ্রাম ওজনের দুইটি ইলিশ মাছ। যার দাম হয়েছে ৮ হাজার ৫৬০ টাকা! রোববার সকাল ৭টার দিকে পদ্মা নদীতে জেলে খবির হালদারের জালে মাছ ২টি ধরা পড়ে।
জেলে খবির হালদার বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে আমার কয়েকজন সহযোগী নিয়ে ব্যাড় জালসহ পদ্মা নদীতে মাছ ধরতে যাই। রাতে কোনো মাছ না পাওয়ায় নদীতে জাল ফেলে বসে থাকি। ভোররাতের দিকে জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে।
তিনি বলেন, একটু সময় নিয়ে জাল টেনে তুলতেই দেখি বড় বড় দুইটি ইলিশ মাছ ধরা পড়েছে। এত বড় ইলিশ মাছ এর আগে কখনো দেখিনি। পরে মাছটি দুইটি সকাল ৭টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছি বলে জানান।
এ বিষয়ে দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, সকালে জেলে খবির হালদারের কাছ থেকে ফোনে যোগাযোগের মাধ্যমে ৪ কেজি ২৮০ গ্রাম ওজনের দুইটি ইলিশ মাছ ২ হাজার টাকা কেজি দরে মোট ৮ হাজার ৫৬০ টাকায় কিনে নিয়েছি। পরিচিত এক লোকের মাধ্যমে মোবাইল ফোনে যোগাযোগ করে লন্ডনের এক ব্যবসায়ী নাগরিকের কাছে একটু লাভে ইলিশ মাছ দুইটি বিক্রি করা হয়েছে।