নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তের আগুন

বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নে গভীর রাতে নৌকা প্রতীকের তিনটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কাজিপুর, বস্তুল ও লাউশোন গ্রামের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে আনারস প্রতীকের সমর্থকদের দায়ী করলেও সেটা অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী।

নৌকা প্রতীকের প্রার্থী ও বারুহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ময়নুল হক অভিযোগ করে বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাকের সমর্থকেরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়েছে।

আজ রবিবার ভোররাতে স্বতন্ত্র প্রার্থীর নিজ গ্রাম কাজিপুর, বস্তুল ও লাউশোন এলাকায় আমার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বিএসসি বলেন, আমার কোনো কর্মীরা এ কাজ করতে পারে না।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) সকালে ঘটনাস্থল থেকে জানান, তিনটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়া হয়েছে। ক্যাম্পের চারদিকে কাপড়ের ঘেরাও পুড়ে গেছে, এর সাথে থাকা পোস্টার পুড়ে গেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, আমরা বিষয়টি শোনার পরে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (৭ ফেব্রুয়ারি) ৭ম দফার ইউপি নির্বাচনে তাড়াশ উপজেলার বারুহাঁস ও মাধাইনগর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল কুমার রায় জানান, অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *