নিউজ ডেস্ক– রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান প্রামাণিক। আর এমন খুশির সংবাদে বোমা ফাটিয়ে আনন্দ-উল্লাস করে তার কর্মী-সমর্থকরা।
আর এ ঘটনায় পুলিশ তিনটি হাতবোমাসহ চেয়ারম্যান প্রার্থীর ছেলে এবং এক কর্মীকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেন পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ। গতকাল (রোববার) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা যায়।
থানা ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের সাথে তিনটি হাত বোমা পাওয়া যায়।
গ্রেফতারকৃতরা হলেন, মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক (৩৬) এবং চরহরিণাডাঙ্গা গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে মো. জালাল মণ্ডল (৩০)।
আর এ বিষয়ে পাংশা মডেল থানার এসআই মো. মিজানুর রহমান বলেন, “বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিকের আবার নৌকার মনোনয়ন পাওয়ায় ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যানের ছেলে ও তার কর্মী-সমর্থকরা সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী সরদারের বাড়ির সামনে মহড়া দেয়। এ সময় তারা বোমা ফাটিয়ে আনন্দ-উল্লাস করতে থাকেন। যার ফলে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তিনটি হাত বোমাসহ চেয়ারম্যানের ছেলেসহ দুজনকে আমরা গ্রেফতার করি।”
তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে মৌরাট ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকার প্রার্থী হাবিবুর রহমান প্রামাণিক বলেন, “আমি নৌকার মনোনয়ন পাওয়ার পর আমার কর্মী-সমর্থকরা আনন্দ উল্লাস করে এক-দুটি পটকা জাতীয় কিছু ফাটিয়েছে। কিন্তু সেটি কোনো ধরনের বোমা ছিল না। তা ছাড়া ঘটনার সময় আমি ঢাকায় অবস্থান করছিলাম। ষড়যন্ত্র করে আমার ছেলেসহ অন্যদের ফাঁসানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন।”
পাংশা থানার পরিদর্শক (তদ্ন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, রাতে মৌরাট ইউনিয়নে বিকট শব্দে বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
এ ছাড়া হাবাসপুর ইউনিয়ন থেকে পৃথক ঘটনায় বিস্ফোরক আইনে আরও তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে বলেো জানান পুলিশের এ কর্মকর্তা।