নেশার টাকা না পেয়ে ৩ ছেলেকে বিষপান করালেন বাবা

বাংলাদেশ সর্বশেষ খবর

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজের তিন শিশুপুত্রকে বিষপান করিয়েছেন আলম শেখ নামে মাদকাসক্ত এক ব্যক্তি। যার ফলে তার ছোট ছেলে হোসেন শেখ (৩) পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

রোববার (১৪ নভেম্বর) সকাল ৮টার সময়ে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোসেন মারা যায়। চারদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তারপরে হোসেন মারা যায়।

শিশুদের মা সীমা বেগম জানিয়েছেন, তার স্বামী আলম শেখ মাদকাসক্ত। এর আগে বৃহস্পতিবার সকালে স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন আলম। এরপর তিন ছেলেকে জোর করে বিষ পান করান তিনি। এর চারদিন পর হোসেনের মৃত্যু হয়। বাকি দুই ছেলে সিয়াম শেখ (১০) ও  হাসান শেখ (৪) ওই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের অবস্থাও সংকটাপন্ন।

তিনি বলেন, আমি আলম শেখের ফাঁসি চাই। যাতে অন্য কোনো বাবা তার সন্তানদের সাথে এমন কাজ না করে।

মুকসুদপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, বৃহস্পতিবার বিষ দেওয়ার পর প্রথমে শিশু তিনটিকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে ওই দিনই ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, গত শুক্রবার ওই তিন শিশুকে মা সীমা বেগম বাড়িতে নিয়ে আসেন। কিন্তু শনিবার তাদের অবস্থা আবার খারাপ হলে স্থানীয়দের আর্থিক সাহায্যে তাদের ফরিদপুর মেডিক্যালে নেওয়া হয়। সেখানে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় হোসেন মারা।

তিনি আরো জানান, ওইদিনই (বৃহস্পতিবার) ওই শিশুদের বাবা আলম শেখকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছে। একটি শিশু মারা যাওয়ায় যা এখন সেই মামলাকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *