নিহত ২৩ হাজার রুশ সেনা, আরও মরবে: জেলেনস্কি

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ২৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। সামনের সপ্তাহগুলোতে আরও মারা যাবে। এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর আলজাজিরার।

এ সময় জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে ২৩ হাজারের বেশি সেনা হারিয়েছে। এ আগ্রাসনকে তিনি ‘অর্থহীন যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন।

তিনি দাবি করেন, ইউক্রেন রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংস করেছে। ধ্বংস করেছে অন্তত দুইশ’র মতো যুদ্ধবিমান। এ ছাড়া দুই হাজার পাঁচশ’র মতো সামরিক যান হারিয়েছে মস্কো। জেলেনস্কি আরও বলেন, সামনের সপ্তাহগুলোতে আরও হাজার হাজার রুশ সেনা নিহত ও আহত হবেন।

এর আগে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *