নিউজ ডেষ্ক- নির্বাচনে জিতেও পালিয়ে বেড়াতে হচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের তৃতীয় মেয়াদে নির্বাচিত ইউপি সদস্য মো. বেলাল হোসেনকে। পরাজিত মেম্বার প্রার্থী রজব আলীর হুমকিতে বেলাল বাড়িছাড়া হয়ে আছেন বলে অভিযোগ উঠেছে।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ জানুয়ারি মোরগ প্রতীক নিয়ে ৪৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন বেলাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রজব আলী ফুটবল প্রতীকে পেয়েছেন মাত্র ৩ ভোট কম ৪৯৪ ভোট। এ ছাড়া আবুল হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪১৫ ভোট, আব্দুর রহিম ওরফে দুলাল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৪৮ ভোট আর অন্যদিকে দুলাল হোসেন আপেল প্রতীকে পেয়েছেন মাত্র ৩ ভোট।
এ ফল ঘোষণার কিছুক্ষণ পরেই বেলাল হোসেনের বাড়িতে প্রতিপক্ষ রজব আলীর সমর্থকরা হামলা করেন বলে অভিযোগ করেছেন বিজয়ী মেম্বার বেলাল হোসেন। ওই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন। আর ওই রাতেই তাকে বাড়ি ছাড়তে হয়। নির্বাচনের রাত থেকে এখনো প্রাণ ভয়ে পালিয়ে রয়েছেন তিনি। বাড়ি ফিরে আসতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তিনি।
রজব আলী জানান, “সুচতুর বেলাল হোসেন ভোটে দায়িত্বরত কর্মকর্তাদের ম্যানেজ করে ফল পাল্টিয়ে তার নিজের পক্ষে ঘোষণা করান। তাকে কেউ কোনো ধরনের হুমকি দেয়নি। তার অপরাধ ঢাকতে এসব নাটক সাজিয়েছেন বলে দাবি করেন তিনি।”
এ ঘটনায় গুরুদাসপুর থানার ওসি বলেন, “এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। তবে ওই ভোটের পর পরই কিছুটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল বলে জানতে পেরেছি। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে বলেও জানান তিনি।