নির্বাচনের আগের রাতে ভোট কেন্দ্রে গেলেন নৌকার এজেন্ট!

বাংলাদেশ

নিউজ ডেষ্ক– ভোটের দিন প্রভাব বিস্তারের জন্য নির্বাচনের আগের রাতে ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করায় একটি ইউপিতে নৌকা প্রতীকের প্রধান এজেন্টকে সর্তক করে করেছেন রির্টানিং কর্মকর্তা।

আজ (রবিবার) চতুর্থ ধাপের নির্বাচনের আগের রাতে (শনিবার) সিরাজগঞ্জের কামারখন্দ উপেজলার রায়দৌলতপুর ইউনিয়নের বাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোক্তেল হোসেন অভিযোগ করে বলেন, “গতকাল (শনিবার) রাতে বাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রসহ বিভিন্ন ভোট কেন্দ্রে নৌকার প্রার্থী এবং তার প্রধান এজেন্ট প্রিজাইডিং অফিসারদের টাকা দিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার প্রস্তাব দিয়েছেন। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি বুঝতে পারলে প্রশাসনকে খবর দিলে তারা ভোট কেন্দ্র থেকে দ্রুত সরে যান।”

আর বিষয়টি অস্বীকার করে নৌকার প্রধান এজেন্ট ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা বলেন, “মূলত আমি নৌকার প্রধান এজেন্ট হওয়ার কারণে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সার্বিক খোঁজ খবর নিয়েছি, এছাড়া আর কিছুই না।”

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, “নৌকার প্রার্থী আব্দুর রশিদ ও তার প্রধান এজেন্টসহ তিনজন কেন্দ্রের খোঁজ খবর নেওয়ার জন্য কেন্দ্রে এসেছিলেন। আর এসময় তারা কোনো প্রকার অনৈতিক প্রস্তাব দেননি।’

আর এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রায়দৌলতপুর ইউপির রির্টানিং কর্মকর্তা নাজমুন নাহার বলেন, “ভোটের আগে রাতে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সাক্ষাৎ করা হচ্ছে অনিয়ম। কিন্তু নৌকা প্রতীকের প্রধান এজেন্ট সেলিম রেজা সে কাজটি করেছেন। এ কারণে আমরা তাকে সর্তক করেছি।”

রায়দৌলতপুর ইউপিতে নৌকার প্রার্থী ছাড়াও আরো পাঁচজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবাররের নির্বাচনে লড়াই করছেণ। আজ (রবিবার) সিরাজগঞ্জের তিন উপজেলার ২১টি ইউনিয়নে ভোট হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *