নিউজ ডেষ্ক- নিজেকে নবী দাবি করায় এক ব্যক্তিতে গ্রেফতার করেছে লেবাননের পুলিশ। নাম তার নাশাত মুন্থার। লিবিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেকে নবী দাবি করা ওই ব্যক্তিকে সোমবার লেবাননের রাজধানী বৈরুত থেকে গ্রেফতার করা হয়েছে।
নাশাত তার সোশ্যাল মিডিয়া পেজে নিজেকে ‘নবী নাশাত মাজদ নুর’ বলে উল্লেখ করেন। তিনি নিজেকে আল্লাহর পাঠানো নবী বলে দাবি করেন।
নাশাতের দাবি, তার অনুসারীরা তার ভেতর আলোর উপস্থিতি পেয়েছে। মিসরের ভার্চুয়াল জগতে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এ ঘটনায় তুমুল সমালোচনার মুখে ওই ভণ্ড ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
দেশটির স্টেট সিকিউরিটি অধিদপ্তর নাশাতকে বেশ কয়েকটি অভিযোগে গ্রেফতার করেছে। নিজেকে নবী দাবি করা, সাংবাদিকদের হুমকি দেওয়া এবং ‘বন্ধুরাষ্ট্র’ মিসরের অসম্মান করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বর্তমান তার বিরুদ্ধে তদন্ত চলছে।