নিউজ ডেষ্ক- বিএনপির আমলে নিউমার্কেট, ঢাকা কলেজ এলাকায় প্রতিদিন রণক্ষেত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নিউমার্কেটের যে ঘটনা ঘটেছে, তাতেই বিএনপি তোলপাড় করে ফেলেছে। অথচ বিএনপি আমলে নিউমার্কেট, ঢাকা কলেজ এলাকা প্রতিদিন রণক্ষেত্র ছিল। নিউমার্কেটের ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিএনপি সময়ের মতো রণক্ষেত্র হয়নি।
তিনি বলেন, দেশ যখন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রী মহল দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশকে বিশ্ব দরবারে হেয় করতে উঠে পড়ে লেগেছে তারা। একই সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সম্মান নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে তারা।
কাদের বলেন, কথায় গণতন্ত্র নিয়ে কথা বলেন, বিএনপির আমলে বহুদলীয় গণতন্ত্রের নামে যারা বহুদলীয় তামাশা করেছে, যারা ভোটে বিজয়ী হওয়ার জন্য সোয়া কোটি ভুয়া ভোটার বানিয়েছিলেন। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসেন। সে জন্য বারবার জনগণের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আছেন। বিশ্বে তার সততার সুনাম আছে। শেখ হাসিনার সঙ্গে কোনো রাজনেতিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করলে ৯০ ভাগ ভোট পাবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, বাংলাদেশের মাথাপিছু আয় বিশ্বের বিস্ময়। অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে।