নিউজ ডেষ্ক- সরকারি দলের লোকজন নদী দখল করে। এসব দখলবাজ কোন দলের নয়, এরা সব সরকারেরই পিঠে ছাওয়ার হয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম এমপি। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজধানীর কামরাঙ্গীরচরের মুসলিমবাগ টাওয়ার মাঠে অনুষ্ঠিত দুষণমুক্ত নদীর প্রত্যয়ে ‘বুড়িগঙ্গা নদী কার্নিভাল ২০২২’ উপলক্ষে র্যালি শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক এই খাদ্যমন্ত্রী বলেন, এসব দখলবাজ কোন দলের নয়, এরা সব সরকারেরই পিঠে ছাওয়ার হয়। এসময় তিনি বলেন, লন্ডনের টেম্প নদী দখল মুক্ত করতে ৪০ বছর লেগেছে, আর চীনের হোয়াংহো নদী দখলমুক্ত করতেও অনেক সময় লেগেছে। আমরা বুড়িগঙ্গাকে দখলমুক্ত করেই ছাড়ব।
তিনি বলেন, আদি চ্যানেল উদ্ধারের কাজ চলছে। এতে অনেকের বাড়িঘর ভাঙা পড়বে, কিন্তু কেউ আমাদের সাহায্য পাবেন না। চারিদিকে রাস্তা হবে, ওয়াটার বাস চালু হবে পুরাপুরি। এটা হলে শহরের যানযট অনেকটা কমবে।
সভাপতির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, নদী বাঁচাতে কেন আন্দোলন করতে হবে? এটা কোনো সরকারের দেশ না, এটা দলের দেশ না, এটা জনগণের দেশ। জনগণের নদী জনগণকে ফেরত দিতে হবে।