নিউজ ডেষ্ক- শেষ হয়েছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘এক্সট্র্যাকশন ২’র দৃশ্যধারণ। গত ১৯ মার্চ এর শুটিংয়ের ইতি টানা হয়েছে। প্রথম কিস্তিতে বাংলাদেশের রাজধানী ঢাকার কাহিনি উঠে এলেও দ্বিতীয়টিতে একটি দৃশ্য ছাড়া এর বিন্দুমাত্র রেশ থাকবে না বলে জানা গেছে।
তবে গল্পে থাকবে প্রায় একই ধরনের একটি মিশন। তাহলে কী থাকছে ‘এক্সট্র্যাকশন ২’? এর উত্তরও মিলেছে। সেটা জানিয়েছে ছবিটির অন্যতম প্রযোজক নেটফ্লিক্স। ঢাকার প্রেক্ষাপটে তৈরি হয়েছিল প্রতিষ্ঠানটির সবচেয়ে আলোচিত হলিউড চলচ্চিত্র ‘এক্সট্র্যাকশন’।
যার কাহিনিতে একটি বিশেষ মিশনে এখানে এসেছিলেন সুপারহিরো থর-খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। মিশন শেষে গুলিবিদ্ধ অবস্থায় বুড়িগঙ্গার পানিতে ডুবেও যান তিনি। ‘এক্সট্র্যাকশন ২’-এ সেখান থেকে ফেরার দৃশ্যটি থাকছে। প্রথম খণ্ডের মতো দ্বিতীয়টিতেও মিশনের নেতৃত্ব দেবে টাইলর রেক বা ক্রিস। যাবেন জর্জিয়ায়।
কারণ সেখানকার এক গ্যাংস্টারের কাছ থেকে এক পরিবারকে উদ্ধার করার দায়িত্ব তার কাঁধে। তবে তাদের মুক্ত করেই ছবির গল্প শেষ হয় না। পৃথিবীর কঠিমতম কারাগার থেকে জিম্মিদের বের করে আনার সেই যুদ্ধে রেকের হাতে প্রাণ যাবে গ্যাংস্টারের। বিষয়টি সহজভাবে নেয় না তার ছোট ভাই। এরপর সে পিছু নেয় ক্রিসের। পৌঁছে যায় সিডনিতে।
নতুন এ সিনেমার জন্য বেশ প্রস্তুতি নিয়েছেন ক্রিস। পরিবর্তন এনেছেন তার শারীরিক অবয়বেও। আগের চেয়ে কম মাসকুলার কিন্তু অনেক কাটস দেখা যাবে শরীরে।
ছবিতে অ্যাডাম বেসা (মসুল) ইয়াজ চরিত্রে পুনরায় অভিনয় করতে ফিরবেন। অভিনেত্রী রায়না ক্যাম্পবেলও (ম্যালিফিসেন্ট: মিস্ট্রেস অব ইভিল) থাকবেন নতুন ভূমিকায়। তার নাম রুথি। দেখা যাবে জর্জিয়ান মডেল ও অভিনেত্রী টিনাতিনকে।
সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো ভ্রাতৃদ্বয়। সিনেমার পরিচালক স্যাম হারগ্রেভ। দৃশ্যধারণ হয়েছে চেক প্রজাতন্ত্র ও অস্ট্রেলিয়ায়।
সূত্র: নেটফ্লিক্স