নওগাঁয় যৌথ অভিযানে ২০ হাজার লিটার তেল উদ্ধার, ৩০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- নওগাঁর নিয়ামতপুরে ২০ হাজার লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে হুমাযুন কবির (৩৮) নামের এক ব্যাবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের পাশে চাতালের গুদামঘরে উপজেলা প্রশাসন ও এনএসআই যৌথ অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

জানা যায়, হুমাযুন কবির উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের একজন বড় ব্যবসায়ী ও হাবিবা ট্রেডার্সের স্বত্বাধিকারী। এছাড়া তিনি উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। তিনি তার গুদাম ঘরে অবৈধভাবে ১০০টি ড্রামে ২০ হাজার লিটার সয়াবিন তেলের মজুত করেন। এনএসআই গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের পাশে চাতালের গুদামঘরে অভিযান চালায়।

এ সময় ১০০টি ড্রামে ২০ হাজার লিটার সয়াবিন তেলের মজুত পাওয়া যায়। এ ঘটনায় ব্যবসায়ী হুমায়ুন কবিরকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এছাড়া মজুতকৃত তেল আগামী ৫ দিনের মধ্যে সরকারি বাজার মূল্যে বিক্রি করার নির্দেশ দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *