নিউজ ডেষ্ক- ব্রাজিলের দুইবারের সাবেক প্রেসিডেন্ট লুলা ইনাসিও ডি সিলভা টাইম ম্যাগাজিনকে বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বাধার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমন দায়ী ঠিক একইভাবে সমান দায়ী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। তিনি বলেছেন, এ যুদ্ধের জন্য দোষ পুতিনেরও আছে আবার জেলেনস্কিরও আছে।
এ ব্যাপারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি বসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে টিভিতে কথা বলতে দেখি। তাকে অভ্যর্থনা জানানো হয়, ইউরোপের সকল পার্লামেন্টে তাকে দাঁড়িয়ে সম্মান জানানো হয়। পুতিন এ যুদ্ধের জন্য যেমন দোষী, এই ব্যক্তিও (জেলেনস্কি) সমান দোষী। কারণ যুদ্ধে এক পক্ষের দোষ থাকতে পারে না।
তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়ার ক্যাম্পেইন শুরুর অংশ হিসেবে টাইম ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকারটি দিয়েছিলেন লুলা ইনাসিও ডি সিলভা।
তিনি বলেছেন, পুতিনের ইউক্রেনে হামলা করা উচিত হয়নি। কিন্তু দোষ যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নেরও আছে।
এ ব্যাপারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে হামলার কারণ কি ছিল? ন্যাটো? তাহলে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের বলা উচিত ছিল ‘ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না’। এটি তাহলে সমস্যার সমাধান করে দিত।
আরেকটি ইস্যু হলো ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চাওয়া। ইউরোপীয়ানরা বলতে পারত, না এখন ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার সময় হয়নি। আমরা পরিস্থিতি দেখব। তাদের এ যুদ্ধে উৎসাহিত করা উচিত হয়নি।
এরপর সাবেক প্রেসিডেন্ট লুলা ইনাসিও ডি সিলভা জেলেনস্কিকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, জেলেনস্কির আচরণ কিছুটা অদ্ভুদ।
তিনি জেলেনস্কিকে নিয়ে আরও বলেন, দেখে মনে হয় যেন সে কোনো প্রদর্শনীর অংশ। সে ব্রিটিশ পার্লামেন্টে, জার্মান পার্লামেন্টে, ফ্রেঞ্চ পার্লামেন্টে, ইতালির পার্লামেন্টে কথা বলছে। যেন সে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন চালাচ্ছে। এসব না করে তার আলোচনার টেবিলে থাকা উচিত।
সূত্র: সিএনএন