নিউজ ডেষ্ক- রাশিয়া-ইউক্রেন সংঘাতে প্রায় ৬ লাখের বেশি ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর
জানিয়েছে।
নিরাপদ আশ্রয়ের খোঁজে রাশিয়ানদের আক্রমণের মুখে ঘরবাড়ি ছেড়ে কোথায় পালাচ্ছে ইউক্রেনিয়ানরা? জানা গেছে, ইউক্রেনের সঙ্গে সীমান্ত রয়েছে ৭টি দেশের। তাদের মধ্যে হামলাকারী রাশিয়ার সঙ্গে যোগ দিয়েছে বেলারুশও। বাকি পাঁচ প্রতিবেশী দেশ- পোল্যান্ড, মলদোভা, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও রোমানিয়াতে আশ্রয় নিচ্ছে ইউক্রেনের বাসিন্দারা।
ন্যাশনস রিফিউজি এজেন্সির (ইউএনএইচসিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ৬ লাখ ৮০ হাজার অধিবাসী ইউক্রেন ছেড়ে পালিয়েছে। তার মধ্যে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ২ লাখ ৮১ হাজার ইউক্রেনিয়ান। ৮৪ হাজার ৫০০ জনের বেশি প্রবেশে করেছে হাঙ্গেরিতে। প্রায় ৩৬ হাজার ৪০০ জন মলদোভায়, রোমানিয়ায় ৩২ হাজার ৫০০ জনের বেশি এবং স্লোভাকিয়ায় প্রায় ৩০ হাজার ইউক্রেনিয়ান আশ্রয় নিয়েছে। ইউএনএইচসিআর-এর মুখপাত্র শাবিয়া মান্টু জানান, অজ্ঞাত অনেকে বিভিন্ন দেশে পালিয়ে গেছে।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই ইউক্রেনে সংঘাত চলছে। গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।