দেশে নিষ্ঠুর অমানবিক পাশবিক শাসন চালু করেছে সরকার: রিজভী

রাজনীতি

নিউজ ডেষ্ক- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে ক্ষমতায় আওয়ামী লীগ। সবকিছু তাদের নিয়ন্ত্রণে। তারাই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। আবার তারাই সমস্ত ঘটনার দায় বিএনপির ওপর চাপাচ্ছে।

দেশে নিষ্ঠুর অমানবিক পাশবিক শাসন চালু করেছে সরকার। সম্প্রতি নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষ প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার না করলে দেশের শিক্ষক সমাজই সরকারের পতন ঘটাতে পারবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে সরকার ক্ষমতা টিকিয়ে রেখেছে।

সোমবার বিকেলে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এখন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। “চাকুরি জাতীয়করণ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে” শীর্ষক এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের পুলিশ বাহিনীকে নিজেদের পেটোয়া বাহিনীতে পরিণত করেছে। সেই পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। তিনি বলেন, সরকার কারো মতামতের তোয়াক্কা না করে একেবারে নিজেদের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। তারা আবারো একটি নিশিরাতের পাতানো নির্বাচন করতে চায়।

রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দেশের শিক্ষক সমাজের জীবনমানের উন্নতি হয়েছে।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে ও চৌধুরী মুগিস উদ্দিন মাহমুদ এবং মো. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আবদুর রহিম প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *