দেশের মানুষ খালেদার হাত থেকে গণতন্ত্র রক্ষা করেছে: হানিফ

রাজনীতি

নিউজ ডেষ্ক- জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপিনেত্রী খালেদা জিয়ার হাত থেকে দেশের মানুষ গণতন্ত্র রক্ষা করেছে। কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে বুধবার (৪ মে) বেলা ১১টায় কুষ্টিয়া পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

মাহবুব উল আলম বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২০০৪ সালের ২১ আগস্ট সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে বিরোধী দলীয় নেত্রীসহ নেতাদের হ ত্যার মাধ্যমে ক্ষমতা পাকপোক্ত করতে চেয়েছিলেন। তাঁর মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে যারা হ ত্যা করেছিল, তাদের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর।’

হানিফ আরও বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে আদালত কতৃক দ ণ্ডিত হয়ে কারাগারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে উনি এখন বাসায় আছেন। তিনি যদি বলেন দেশের অর্থনীতির মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য আ ন্দোলন করতে হবে—এরচেয়ে হাস্যকর কোনো উক্তি আর হতে পারে না।’

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তিনি একজন দ ণ্ডপ্রাপ্ত কয়েদি। একজন দ ণ্ডপ্রাপ্ত কয়েদির কারাবিধি অনুযায়ী যতটুকু সুযোগ-সুবিধা পায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতায় তারচেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা তিনি পাচ্ছেন।’ ‘নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই’—মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘রাষ্ট্রক্ষমতা দখল করে রাখার জন্য যাদের ব্যবহার করা যায়, তাদের ওপর বিএনপির আস্থা রয়েছে। জনগণের ওপরে বিএনপির কোনো আস্থা নেই।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *