নিউজ ডেষ্ক- আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে,পবিত্র রমজান উপলক্ষে নিজ দেশবাসীকে অন্তত ৫০ টন চাল উপহার দিলেন গিনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক নাবি কেইতা।
এর আগে গিনির ক্রীড়া সাংবাদিক মিলামিন টুরি এক টুইটবার্তায় জানান, গত বছর রমজানে নাবি কেইতা তার দেশের মুসলিমদের অন্তত ৩০ টন চাল উপহার দিয়েছিলেন। এই বছর আরো ২০ টন বাড়িয়ে সর্বমোট ৫০ টন চাল দিলেন তিনি। সাংবাদিক মিলামিন আরো বলেন, এই পবিত্র মাস উপলক্ষে নাবি কেইতা দ্বিতীয় বার তার উদারতা ও বদান্যতার কথা তুলে ধরলেন।
মিলামিন টুরি নিজের টুইটার একাউন্টে এই খবর শেয়ার করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী নাবির অসংখ্য ভক্ত তার এ অসামান্য বদান্যতায় মুগ্ধতা প্রকাশ করেছেন। নাবি কেইতা জাতীয় দলে অধিনায়কত্ব করার পাশাপাশি ইংলিশ ক্লাব লিভারপুলে খেলেন।
সূত্র : আলজাজিরা