দেখা গেছে চাঁদ, আজ ঈদ আফগানিস্তানে

আন্তর্জাতিক

আজ রবিবার আফগানিস্তানে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গতকাল শনিবার দেশটির কয়েক স্থানে চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষাপটে তালেবান সরকার এই সিদ্ধান্ত নেয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ফারাহ, গজনি, কান্দাহার, ঘুর এলাকায় চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ রবিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠকের পর আফগানিস্তানের প্রধান বিচারপতি মৌলবি আবদুল হাকিম হাক্কানি জানান, গতকাল শনিবার (৩০ এপ্রিল) দেশে (আফগানিস্তান) শাওয়ালের চাঁদ দেখার ‘প্রমাণ’ পাওয়া গেছে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আজ রবিবার (১ মে)।

তালেবান মুখপাত্র ও তথ্য প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদও রোববার ঈদের কথা ঘোষণা করে আফগানদের অভিনন্দিত করেন। উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় সেখানে সোমবার ঈদ হবে। সূত্র: এমএমনিউজ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *