নিউজ ডেষ্ক- ইরান এবং সৌদি আরবের মধ্যকার দূরত্ব দ্রুত কমে আসছে বলে দাবি করছে ইরাক।
ইরাকের মধ্যস্থতায় ইরান-সৌদির মধ্যে ৫ দফা বৈঠকের পর ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এ কথা বলেন।
উল্লেখ্য, গত ২০১৬ সাল থেকে ইরান এবং সৌদি আরবের সঙ্গে বৈরি সম্পর্ক বিরাজ করছে।
গত এক বছর ধরে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কোন্নয়নের চেষ্ট চালিয়ে যাচ্ছে ইরাক।শিয়াপ্রধান ইরান এবং সুন্নিপ্রধান ইরানের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।ইয়েমেনে মূলত এ দুদেশের ছায়াযুদ্ধ চলছে।
২০১৬ সালে শিয়া নেতা নিমর আল-নিমরকে ফাঁসি দেওয়ার ঘটনায় তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলা করে ইরানের বিক্ষুদ্ধ মানুষ।
ওই ঘটনার পর থেকেই সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ছেদ পড়ে ইরানের।তবে, খুব শিগগিরই বাগদাদে ইরানের সঙ্গে সৌদি আরবের ৬ষ্ঠ দফার আলোচনা হবে বলে জানান ইরাকের প্রধানমন্ত্রী।