দিনাজপুরে একদিনের ব্যবধানে বেগুনের দাম কমলো ২০ টাকা

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ২০ টাকা কমেছে। বর্তমানে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমায় ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

শনিবার (১৬ এপ্রিল) হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের সবগুলো সবজির দোকানে বেগুনের সরবরাহ রয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বাজারের অধিকাংশ দোকানে বেগুন ছিল না। এদিকে লেবুর দাম হালিপ্রতি ১০ টাকা কমেছে। কয়েকদিন আগে ৩০ টাকা হালি বিক্রি হলেও বর্তমানে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারে বেগুন কিনতে আসা মিরাজুল ইসলাম বলেন, ‘ইফতারিতে বেগুনি খাওয়া হয়। এ কারণে নিয়মিত বেগুন কিনি। কিন্তু গতকাল শুক্রবার ৪০ টাকার বেগুন একলাফে বেড়ে ৮০ টাকায় উঠে যায়। আবার সব দোকানে পাওয়াও যাচ্ছিল না। আজ অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। সব দোকানেই বেগুন পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে দাম কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।’

সবজি বিক্রেতা শাহিনুর আলম বলেন, ‘আমরা যে পার্শ্ববর্তী বিরামপুর ও পাঁচবিবি হাট থেকে বেগুন কিনি, সেখানে গতকাল হঠাৎ করেই বেগুনের ঘাটতি দেখা দেয়। একদিকে সরবরাহ কম, অন্যদিকে বাইরের পাইকাররা আসায় বাড়তি দামে বেগুন কিনতে হয়েছিল। এ কারণে দাম বেড়ে ৮০ টাকা হয়ে যায়। তবে আজ বেগুনের সররবাহ বেড়েছে। দামও কমেছে কেজিপ্রতি ২০ টাকা।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *