নিউজ ডেষ্ক- মাত্র ১০ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশি শুকনা মরিচের দাম। প্রকার ভেদে প্রতিকেজি দেশি শুকনা মরিচের দাম বেড়েছে ৮০ টাকা টাকা। অন্যান্য নিত্যপণ্যের দামের সাথে তাল মিলিয়ে শুকনা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
সরেজমিনে হিলির মরিচের বাজার ঘুরে দেখা যায়, গত ১০ দিন আগে দেশি শুকনা মরিচ বিক্রি হয়েছিলো ২২০ টাকা কেজি দরে। আজ তা বিক্রি হচ্ছে ৩০০ দরে। আবার ভারত থেকে আমদানিকৃত শুকনা মরিচের দাম ৫০ টাকা বেড়ে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে মরিচ কিনতে আসা সালাম মিয়া বলেন, বাজারে প্রায় সবজির দাম কম আছে। আদা রসুন পেঁয়াজের দামও কম। কিন্তু শুকনা মরিচের দাম অনেক বেশি। হঠাৎ করে শুকনা মরিচের দাম বৃদ্ধি হয়ে গিয়ে।
হিলি বাজারে পাইকারি শুকনা মরিচ ব্যবসায়ী শাহাবুল আলম বলেন, গত কয়েক দিনের তীব্র গরমে কাঁচামরিচের অনেক ফুল নষ্ট হয়ে গেছে। যার কারণে ওইসব অঞ্চলে মরিচ উৎপাদন কমে গেছে। ফলে শুকনা মরিচের দাম বৃদ্ধি পাচ্ছে।