নিউজ ডেষ্ক- আবহাওয়া অনুকূলে থাকায় বগুড়ার আদমদীঘিতে মরিচের বাম্পার ফলন হয়েছে। তাছাড়া বাজারে চাহিদা বেশি থাকায় দামে খুশি চাষিরা। বর্তমানে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় মরিচ সরবরাহ করা হচ্ছে।
জানা যায়, চলতি মৌসুমে মরিচের গাছগুলোতে পোকা বা ছত্রাক আক্রমণ কম হওয়ায় ফলন ভালো হয়েছে। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে এখানকার কাঁচা মরিচ কিনে নিয়ে যাচ্ছেন। পাইকারি বাজারে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কেনাবেচা হচ্ছে।
চাষি নূর ইসলাম বলেন, বিঘা প্রতি মরিচ চাষে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। বর্তমানে মরিচের ফলন ভালো হয়েছে এবং বাজারেও দাম ভালো পাওয়া যাচ্ছে। এতে প্রতি বিঘায় লক্ষাধিক টাকা লাভ হবে।
আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী বলেন, উপজেলায় এ বছর ৩০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। মরিচের ফলন ও বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। মরিচ চাষে কৃষি অফিস থেকে কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে।