নিউজ ডেষ্ক- শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাদ পড়ায় প্রশ্ন তুলেছিলেন আবু জায়েদ রাহী। হতাশা প্রকাশ করে বলেছিলেন, এর মধ্যে অন্য কিছুর গন্ধ পাচ্ছেন তিনি! জাতীয় দলে সুযোগের ক্ষেত্রে লবিংয়ের মতো কিছু থাকতে পারে বলেও অভিযোগ ছিল তার। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেছেন, ‘অনেকে মনে করে জাতীয় দলে লবিং আছে। এখানে এই সুযোগ নেই। আপনি পারফর্ম করবেন, খেলবেন। দিন শেষে আমি বারবারই বলছি এখানে আবেগের কোনও জায়গা নেই। এটা সম্পূর্ণ পেশাদার জায়গা, আপনাকে শতভাগ পেশাদার হতে হবে। পারফর্ম করতে হবে।’
টানা দুই সিরিজ দলের সঙ্গে থেকেও ম্যাচ খেলার সুযোগ পাননি রাহী। তবে লঙ্কান সিরিজে তাকে বাদ দেওয়ার ক্ষেত্রে ফর্ম বিবেচ্য ছিল না। দেশের মাটিতে কম গতি আর সুইং কাজ করবে না-এমন ভাবনাই নির্বাচকদের ভাবিয়েছে বেশি। তাই আনক্যাপড পেসার রেজাউর রহমানকে দলে ভেড়ানো হয়েছে রাহীর জায়গায়। যা মেনে নিতে পারেননি রাহী। এই মিডিয়াম পেসার লবিংয়ের কথা উল্লেখ করে বলেছিলেন, ‘মিরপুরেই শেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছি। এই পেস দিয়েই। আমার মনে হয় না গতি এখানে কোনও ইস্যু। অন্য কোনও কাহিনি থাকতে পারে। আমি কখনোই ভাবিনি বাদ পড়বো। আমার কাছে মনে হয় না কোচ এই জায়গায় কোনও প্রভাব রেখেছেন।’
এখন রাহীর মাঠে ফেরার ক্ষেত্রে মাশরাফির পরামর্শ হলো, ‘এটা একটা খেলোয়াড়ের জন্য হতাশার। তবে বাংলাদেশ দলে এখন ফাস্ট বোলিংয়ে তীব্র প্রতিযোগিতা। বিশেষ করে সংক্ষিপ্ততম সংস্করণে মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা। টেস্টে তাসকিন, এবাদত ভালো খেলছে। শরিফুল সব ফরম্যাটে ভালো বোলিং করছে। এখন বাইরে নিজেকে উন্মোচন না করে মাঠে মেলে ধরা উচিত।’