দর্শকদের জন্য বড় সু-খবর দিলো বিসিবি

খেলা

নিউজ ডেষ্ক- করোনা মহামারির পর প্রথমবারের মতো গ্যালারি ভর্তি দর্শক নিয়ে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ, টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।

দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আফগানিস্তান সিরিজের আগেই আলোচনা ছিল শতভাগ দর্শক ফেরানো নিয়ে, যার শুরুটা হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই। প্রথম ওয়ানডেতে দর্শকদের জন্য ছাড়া হয়েছিলো ৪ হাজার টিকেট, পরের দুই ওয়ানডেতে সেটা বেড়ে দাঁড়ায় ১০ হাজারে।

চট্টগ্রামে শতভাগ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন সম্ভব না হলেও মিরপুরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে গ্যালারিতে উপস্থিত থাকবে শতভাগ দর্শক, ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।

এছাড়াও ১৫০ টাকায় নর্থ ও সাউথ স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড বা ক্লাব হাউজের টিকেটের দাম ৩০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকেটের দাম ৫০০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা।

আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে বৃহস্পতি ও শনিবারে, বুধবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথে পাওয়া যাবে দুই ম্যাচের টিকেট। নির্ধারিত বুথে সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত পাওয়া যাবে টিকেট।

টিকেটের মূল্য তালিকা:
ইস্টার্ন স্ট্যান্ড – ১০০ টাকা
নর্থ ও সাউথ স্ট্যান্ড – ১৫০ টাকা
শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড – ৩০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড – ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড – ১০০০ টাকা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *