নিউজ ডেস্ক: নন্দিত অভিনেতা তুষার খানের ফুসফুস ৫০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে নতুন করে তার শরীরে আর কোনো জটিলতা দেখা দেয়নি।
তার শারীরিক অবস্থা অপরিবর্তিত, রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে।
মঙ্গলবার দুপুরে (২৫ জানুয়ারি) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম।
তিনি বলেন, ‘তুষার ভাইয়ের শারীরিক অবস্থা এখন আগের মতই। তার ফুসফুস ৫০ শতাংশ সংক্রমিত। তবে অক্সিজেনের মাত্রা আগের চেয়ে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ’
এর আগে গত শনিবার (২২ জানুয়ারি) রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তুষার খানকে ভর্তি করা হয়। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।
প্রায় চার দশক ধরে অভিনয় করে যাচ্ছেন তুষার খান। মঞ্চ, সিনেমা ও নাটক- তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। ১৯৯২ সাল থেকে পেশাদার অভিনেতা হিসেবে যাত্রা শুরু হয় তার। টিভি নাটকে প্রথম সাড়া ফেলেন ‘ইতিকথা’ নাটকের মাধ্যমে। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ সিনেমায় দিয়ে বড় পর্দায়ও তার অভিষেক ঘটে। তবে সাড়া ফেলেন মুহম্মদ হান্নান পরিচালিত সালমান শাহ’র সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করে।
তুষার খান সবশেষ অভিনয় করেছেন ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায়।