নিউজ ডেষ্ক- বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা। এছাড়া রাজধানীতে প্রতিনিয়ত গণপরিবহনের বিষাক্ত কালো ধোঁয়ার কারণে এই দূষণের মাত্রা এখন আরো ভয়াবহ। যার ফলে প্রতিনিয়ত মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে অসংখ্য সাধারণ মানুষ। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
গতকাল সোমবার (১৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। ‘বিষাক্ত বাতাস, বিষাক্ত পরিবেশ’ শিরোনামের ওই পোস্টে সোহেল তাজ লেখেন, এই বিষাক্ত বাতাসে প্রতিদিন হাজার হাজার, লাখ লাখ মানুষ মারাত্মক সাস্থ্য ঝুঁকিতে পড়ছে। অথচ কারও কোনো মাথাব্যথা নাই। কোথায় বিআরটিএ? কোথায় পরিবেশ মন্ত্রণালয়? কোথায় আমাদের সংসদ সদস্যরা? সিটি করপোরেশনের মেয়ররা কোথায়? তাদের কাজটা আসলে কী?
এছাড়া পোস্টে রাজধানীতে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ির বেশ কিছু ছবি সংযুক্ত করেন তিনি। পোস্টটি এখন পর্যন্ত সাড়ে ছয় শতাধিক বার শেয়ার, দেড় হাজারের বেশি কমেন্ট এবং ১৩ হাজারের বেশি রিঅ্যাকশন দেওয়া হয়েছে। এছাড়া সোহেল তাজের পোস্টে অনেকে মন্তব্য করেছেন। রূপক দাস নামের একজন লিখেছেন, ‘এই বাসের মতোই এ দেশের অনেক মানুষের চামড়া উঠে গেছে!’ সাকিব রেজা নামের একজন লিখেছেন, ‘কিছুই বলার নাই। সকালেই আমার এই বাসে করে অফিসে যেতে হবে।’ এ আইচ মারুফ নামক একজন লিখেন, ‘আমরা বাঙ্গালী বিষাক্ত বাতাস বিষাক্ত পরিবেশ ভালোবাসি।আর আমরা অযোগ্য লোক ক্ষমতায় বসিয়ে নিজের বডি ফিটনেস ঠিক রাখি,,,,,,, স্যার। তামজীদ বিন রহমান তূর্য লিখেছেন, ‘আসুন এ ব্যাপারে আমরা একদিন একত্রিত হয়ে প্রতিবাদ করি। আমাদের ভালো-মন্দ আমাদেরকেই বুঝতে হবে, অন্য কেউ এসে দায়িত্ব নেবে না।’