নিউজ ডেষ্ক- ঢাকার রাস্তায় চলাচলকৃত বাসের ৮০ ভাগ মালিক গরিব বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়ে উল্লাহ। তিনি বলেন, “ঢাকার শতকরা ৮০ শতাংশের মতো বাস মালিক গরিব। আর তারা যদি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় সরকার কীভাবে তাদের এ ক্ষতি পোষাবে আগে সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা শিক্ষার্থীদের দাবি মানতে চাই। এ ব্যাপারে আমরাও অত্যন্ত আন্তরিক। কিন্তু তার আগে অনেকগুলো বিষয়ে সমাধান করতে হবে। আমাদের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর সমাধানের মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।”
আজ (শনিবার) বিআরটিএ কার্যালয়ে বাস মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের নেতাদের সাথে বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
কারা শিক্ষার্থী আর কারা নয়, এ বিষয়েও সমস্যা রয়েছে জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, “বাসে উঠে সবাই বলবে আমরা ছাত্র। এমনকি অনেকে এ সুবিধা নেওয়ার জন্য নতুন করে আইডি কার্ড বানিয়ে নেবে। সরকার এটার সমাধান কীভাবে করবে সেটাও আমাদের দেখতে হবে।”
এ সময় মহাসচিব প্রত্যেক শিক্ষার্থীকে তাদের নিজ শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি পরিবহন ভাঙচুর, শ্রমিকদের মারধরসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, “শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানোর বিষয়ে বিআরটিএ অত্যন্ত আন্তরিক। বৈঠকে বেশ কিছু বিষয় উঠে এসেছে। পরিবহন নেতাদের পক্ষ থেকে টাস্কফোর্স গঠনসহ বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেগুলো বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, “হাফ ভাড়া বাস্তবায়নে পরিবহন নেতারা আন্তরিক। কিন্তু তাদের যে ক্ষতি হবে তা কীভাবে পূরণ করা হবে? তাদের ক্ষতির জন্য কত ভর্তুকি দেওয়া হবে এসব সিদ্ধান্তের জন্য সরকার ও পরিবহন সংশ্লিষ্টদের পক্ষ থেকে টাস্কফোর্স গঠনের প্রস্তাব এসেছে। এ বিষয়ে সরকারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আবার বৈঠক হবে। আমরা আবারও বৈঠক করব। যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় সে চেষ্টা করা হবে।”