ঢাকার মাঠে প্রকাশ্যে ধূমপান আফগান ওপেনার শেহজাদের!

খেলা

নিউজ ডেষ্ক- বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার অবাক করার মত কাণ্ড ঘটিয়েছেন মিনিস্টার ঢাকার ওপেনার মোহাম্মদ শেহজাদ।আফগান ও বিধ্বংসী ওপেনারকে মিরপুরের মাঠে প্রকাশে ধূমপান করতে দেখা যায়।শুক্রবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হওয়ার কথা ছিল মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সূচি অনুসারে ম্যাচটি শুরু হতে পারেনি।

দীর্ঘ অপেক্ষার পর কিছুক্ষণের জন্য বৃষ্টি থামার পর মাঠে আসেন খেলোয়াড়রা। তখন বেরিয়ে আসেন শেহজাদও। আর বেরিয়ে তিনি কথা বলতে থাকেন তার স্বদেশী দুই আফগান ক্রিকেটার ফজল হক ফারুকি ও করিম জানাতের সঙ্গে।

কতক্ষণ কথা বলার পর পকেট থেকে ইলেকট্রিক সিগারেট বের করে তা ফুঁকতে থাকেন শেহজাদ। যা ধরা পড়ে ক্যামেরায়। তাছাড়া তার ঢাকার সতীর্থরাও বিষয়টি খেয়াল করেন।

ক্রিকেট বা যে কোনো মাঠে ধূমপান করা নিষিদ্ধ এবং এটি শিষ্টাচার বহির্ভূত। কিন্তু শেহজাদের মত একজন পরিচিত খেলোয়াড় এমন অখেলোয়াড়সূলভ আচরণই করে বসেন।

শেহজাদের এমন কাণ্ডে অবাক হওয়ার পাশাপাশি ক্ষিপ্ত হয়েছে বিপিএলের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সূত্র জানিয়েছে, এমন আচরণের কারণে শেহজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি হিসেবে তাকে অর্থদণ্ড করা হতে পারে অথবা ম্যাচ খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *