ডা. মুরাদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ আনলেন তার স্ত্রী

জাতীয়

নিউজ ডেষ্ক- শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করে থানায় জিডি করলেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে ধানমন্ডি থানায় এসে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জিডি করেন জাহানারা। এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগিতা চান ডা. জাহানারা এহসান।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকাল সোয়া তিনটার দিকে ৯৯৯ এ কল করেন মুরাদের স্ত্রী। আর এসময় পুলিশের কনস্টেবল সমমর্যাদার একজন অপারেটর ফোন ধরেন।

এসময় মুরাদের স্ত্রী তাকে বলেন, ‘আমি ডা. জাহানারা। ধানমন্ডি থেকে বলছি। আমার স্বামী হচ্ছেন ডা. মুরাদ, এমপি মুরাদ।’

এসময় ‘আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি’এমন প্রশ্নের উত্তর মুরাদের স্ত্রী বলেন, আমার স্বামী বিগত কয়েকদিন ধরেই আমার সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। কথায় কথায় আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছেন। প্রতিনিয়ত শারীরিক নির্যাতনের শিকার হচ্ছি আমি। আপনারা আমাকে বাঁচান। ও বলেছে আমাকে নাকি মেরে ফেলবে। আমাকে ও আমার সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজও করছে সে। এমনকি আমার ওপর এখন হাত তুলতে চেয়েছিল। আমাকে আপনারা বাঁচান প্লীজ। আমাকে আপনারা উদ্ধার করুন। প্লিজ এখানে পুলিশ পাঠান, এখনি পুলিশ পাঠান।

৯৯৯ থেকে কল পেয়ে পরে ১৫ নম্বর সড়কের ওই বাসায় পুলিশ জরুরিভাবে পাঠানো হয়।

লিখিত অভিযোগে ডা. জাহানারা এহসান বলেন, “বিবাদী ডা. মুরাদ হাসানের সঙ্গে বিগত ১৯ বছর ধরে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমাদের বিবাহিত জীবনে আমাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। বিবাদী আমার স্বামী। তিনি বর্তমানে সরকারের সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। বেশ কিছুদিন ধরে সময়ে তিনি কারণে-অকারণে আমাকে এবং আমার সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে পূর্বের ন্যায় আমাকে ও সন্তানদের গালিগালাজ করে মারধর করতে গেলে আমি ৯৯৯-এ ফোন দিয়ে সাহায্য চাই। ধানমন্ডি থানা পুলিশ বাসার ঠিকানায় পৌঁছালে বিবাদী বাসা থেকে বের হয়ে যায়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি। বিবাদী আমাকে এবং আমার সন্তানদের যেকোনো সময় ক্ষতি করতে পারে।

সম্প্রতি এক চিত্রনায়িকার সঙ্গে ডা. মুরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *