ট্রেন কখ‌নো কাউকে ধাক্কা দেয় না, অন‌্যরা ট্রেনকে ধাক্কা দেয়: রেলপথমন্ত্রী

বাংলাদেশ breaking subled

নিউজ ডেষ্ক- দেশে গত কয়েকদিন ঘটে যাওয়া কয়েকটি রেল দুর্ঘটনা প্রসঙ্গে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ব‌লে‌ছেন, ট্রেন কখ‌নো কাউকে ধাক্কা দেয় না। অন‌্যরা (বিভিন্ন যানবাহন) এসে ট্রেনকে ধাক্কা দেয়। ট্রেনকে ধাক্কা দি‌য়ে কেউ য‌দি দুর্ঘটনা ঘটায়, এ দায় কি রে‌লের? কারণ, ট্রেন তো নিজের প‌থে চলে। অন্যের প‌থে কখ‌নো ট্রেন চ‌লে না। অন‌্যরা বরং রে‌ললাইনের ওপর দি‌য়ে রাস্তা তৈরি ক‌রে চলাচল ক‌রে। তাহ‌লে তা‌দের দা‌য়িত্ব, জনগণকে নিরাপত্তা দেওয়া।

আজ সোমবার ১ আগস্ট সকাল ১১টায় গোপালগঞ্জ রেল স্টেশ‌নে বঙ্গবন্ধু শেখ মু‌জিব ভ্রাম‌্যমাণ রেল জাদুঘর দেশব‌্যাপী প্রদর্শ‌নের সূচনা উপল‌ক্ষে আ‌য়ো‌জিত সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন। এ সময় তিনি চট্টগ্রামের হাটহাজারীতে মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ তরুণের মৃত্যুতে শোক ও সম‌বেদনা জানান। প‌রে তি‌নি ফিতা কে‌টে জাদুঘ‌রটি উন্মুক্ত করেন এবং ঘুরে দে‌খেন। আগামী ৫ আগস্ট পর্যন্ত এ জাদুঘর‌টি গোপালগঞ্জ রেল স্টেশ‌নে সাধারণ জনগণ ও শিক্ষার্থী‌দের জন‌্য উন্মুক্ত থাক‌বে।

এ সময় মন্ত্রী ব‌লেন, রে‌লে ব‌্যা‌রি‌কেড বা গেট দেওয়া হয় অন্যের নিরাপত্তা দেওয়ার জন‌্য না, রেল‌কে কেউ যা‌তে অনিরাপদ কর‌তে না পা‌রে, রে‌লের নিরাপত্তার জন‌্যই এসব গেট দেওয়া হয়। রে‌ললাইনের ওপর দি‌য়ে পথ বা‌নি‌য়ে যারা চলাচল ক‌রেন, তাদের উচিত নিরাপত্তার ব‌্যবস্থা করা। কারণ ট্রেন যখন চ‌লে, তখন ১৪৪ ধারা জা‌রি থাকে। ১৪৪ ধারা অমান‌্য ক‌রে কেউ য‌দি লাইনে উঠে যায়, তাহ‌লে অপরাধ তার, ট্রেনের নয়। ট্রেন তো বড় গাড়ি। তাই অনেকেই না বুঝে রে‌লের দোষ দিই। ট্রেন য‌দি নি‌জের লাইন রে‌খে অন্যের বা‌ড়ি‌তে ঢু‌কে প‌ড়ে, তাহ‌লে এটা ট্রেনের দুর্ঘটনা হ‌বে। তার দা‌য়িত্ব রেল নে‌বে। তাই রে‌লে দুর্ঘটনা রো‌ধে সবাইকে নি‌য়ে কাজ কর‌তে হ‌বে। অযথা রেল‌কে দোষা‌রোপ কর‌লে সমাধান হ‌বে না, বলেন মন্ত্রী।

রেলমন্ত্রী আরও ব‌লেন, মহান মু‌ক্তিযু‌দ্ধে সব‌চে‌য়ে ক্ষ‌তি হ‌য়ে‌ছি‌ল রে‌লের। বঙ্গবন্ধু রেল‌কে নতুন ক‌রে সাজা‌নোর উদ্যোগ নিয়েছি‌লেন। কিন্তু বঙ্গবন্ধু‌কে হত‌্যার পর রেল‌কে সং‌কুচিত করা হয়। এক‌টি ভারসাম‌্যপূর্ণ যোগা‌যোগ ব‌্যবস্থা ছাড়া এক‌টি দে‌শের উন্নয়ন সম্ভব না। যে দেশ যত উন্নত, সে দে‌শের রেলপথ তত উন্নত। তাই বঙ্গবন্ধুকন‌্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা রেল‌কে পুনর্গঠ‌নের জন‌্য আলাদা মন্ত্রণালয় গঠন ক‌রে‌ছেন। রেল মন্ত্রণালয় রে‌লের উন্নয়‌নে নতুন নতুন পথ তৈরি ক‌রে‌ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *