নিউজ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানির টাকা ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ৬৯ লাখ টাকা। অন্যদিকে রানার্স আপ হওয়া দলটিকে দেওয়া হবে প্রায় ৭ কোটি টাকা (৮ লক্ষ ডলার)।
আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এবারের বিশ্বকাপে অংশ নিবে ১৬ দল। আর সকল দলের জন্যই অর্থ পুরস্কার বরাদ্দ থাকছে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৫.৬ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি ৮৯ লাখ টাকা। যা সকল দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। টুর্নামেন্টের সেমিফাইনালে হারা দুই দল পাবে ৪ লাখ মার্কিন ডলার করে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা)।
সুপার-১২ পর্বে প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে বোনাস। এবার ৩০ ম্যাচের মধ্যে প্রতি ম্যাচ জয়ের জন্য থাকছে ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা করে। এখানে সর্বমোট অর্থ বরাদ্দ ১.২ মিলিয়ন মার্কিন ডলার।
সুপার-১২ নিশ্চিত থাকা আট দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ কোনো ম্যাচ না জিতলেও ৭০ হাজার মার্কিন ডলার (প্রায় ৬০ লাখ টাকা) নিশ্চিত পাচ্ছে। এখানে মোট বরাদ্দ ৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
প্রথমপর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) করে পাবে প্রতিটি দল। অর্থাৎ ৩ ম্যাচ জিতে সুপার-১২ নিশ্চিত হলে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার পাবে দল।
প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) করে। সবমিলিয়ে এই জায়গায় বরাদ্দ ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
প্রথমপর্বে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা।