টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে শামিমের

Uncategorized খেলা প্রচ্ছদ সর্বশেষ খবর

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে শামীম হোসেন। বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সাকিব আল হাসানের জায়গায় বাংলাদেশের একাদশে সুযোগ পাচ্ছেন শামীম।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগের দিন ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন ‍নুরুল হাসান সোহান। তবে ইংল্যান্ডের বিপক্ষে খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলানি এই উইকেটরক্ষক ব্যাটার। ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা হচ্ছে না তার।

অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে সাকিব আল হাসান। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে দেখা যাবে শামিম হোসেনকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুধু শামিমই নয়, একাদশে দেখা যাবে সৌম্য সরকারকেও বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, “সাকিব না থাকা অবশ্যই বড় ধাক্কা। সে না খেললে একজন বোলার বা ব্যাটার কম নিয়ে খেলতে হয়। কিংবা অনিয়মিত বোলার নিয়ে খেলতে হয়। দলের ভারসাম্যের জন্য তাই বড় ক্ষতি। পাশাপাশি, চাপের সময়ে তার নেতৃত্ব ও পুরো আবহে যে স্থিরতা সে দলে এনে দেয়, সেটিও পাওয়া যাবে না। তবে এটাই হয়তো সুযোগ করে দিচ্ছে নতুন কারও বিশ্বকাপে প্রথমবার মাঠে নামার। তরুণ একজন ক্রিকেটারের জন্য সেটি হবে ইতিবাচক দিক।”

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া বাঁহাতি ব্যাটার শামিমকে দেখা যাবে প্রোটিয়াদের বিপক্ষে। ডমিঙ্গো বলেন, ‘সোহান কালকের খেলার জন্য ফিট না। ব্যাকআপ ব্যাটার হিসেবে শামিম রয়েছে। সৌম্যও আমাদের ব্যাকআপ ব্যাটার হিসেবে রয়েছে। অবশ্যই এই দুই ব্যাটার কালকের একাদশে থাকবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *