নিউজ ডেষ্ক- পুলিশ সদস্য কর্তৃক কপালে টিপ পরা কলেজের শিক্ষিকাকে কটূক্তি করার ঘটনায় উত্তাল সোশ্যাল মিডিয়া। নারী-পুরুষ নির্বিশেষে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে সবাই।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় কপালে টিপ পরে কর্মস্থলে যাওয়ার পথে তেজগাঁও কলেজের শিক্ষক ড. লতা সমাদ্দার এক পুলিশ সদস্য কর্তৃক হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই শিক্ষক।
এদিকে, হেনস্তার প্রতিবাদে শামিল হয়ে সোশ্যাল মিডিয়ায় কপালে টিপ পরা ছবি পোস্ট করেন অভিনেতা সাজু খাদেম। ক্যাপশনে লেখেন, ‘লাল টিপ, লাল সূর্য।’ কিন্তু প্রতিবাদ করতে গিয়ে উল্টো বুলিংয়ের শিকার হচ্ছেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে সাজু খাদেম একটি গণমাধ্যমকে বলেন, ‘একজন নারীর সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। তার পাশে দাঁড়ানো কি আমাদের কর্তব্য নয়? প্রতিবাদ করতে গিয়ে আমি বুলিংয়ের শিকার হচ্ছি। মানুষ নানা রকম বাজে শব্দ ব্যবহার করে মন্তব্য করছেন, আমাকে গালি দিচ্ছে। যেকোনো প্রতিবাদের সময় যখন আমরা মা-বোনদের পক্ষে দাঁড়াই, তখনই এ ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। যে মানুষগুলো এসব নোংরামি করছেন, তাদের আইনের আওতায় আনা উচিত। তাদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের মামলা হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘স্বাধীন রাষ্ট্রে মা-বোনেরা কী ধরণের পোশাক পরবেন, সেই স্বাধীনতা তাদের আছে। এছাড়া টিপ পরা, শাড়ি পরা বাঙালির চিরায়ত সৌন্দর্য। বাঙালির সংস্কৃতিতে নারীদের টিপ পরার রেওয়াজ আছে। বাঙালির সংস্কৃতি ধারণ করা যাবে না, এটা কে বলেছে?’
অভিনেতার ভাষ্য, ‘মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মনিরপেক্ষ বাঙালিরা আজ যদি টিপ পরা নিয়ে এ পর্যায়ে চলে যায়, তাহলে কদিন পর আমরা নাচতে পারব না, গাইতে পারব না, অভিনয় করতে পারব না। এভাবে একদিন আমাদের সাংস্কৃতিক চর্চা বন্ধ হয়ে যাবে। শিল্পী হিসেবে আমরা যদি এর প্রতিবাদ না করি, তাহলে কে করবে?’