ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের টিকা নিতে আসা শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে এ অভিযোগ।
ওই টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিশৃঙ্খলা, হুড়োহুড়ি আর লাঠিপেটার ঘটনায় টিকা নিতে না পেরে অনেক শিক্ষার্থীই হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী এক লাখ ৬২ হাজার ৮৫৯ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গতবছরের ২৮ ডিসেম্বর জেলায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
জেলায় বুধবার পর্যন্ত এক লাখ ১৫ হাজার ৫০২ শিক্ষার্থীকে প্রথম ডোজ ও ৬২ হাজার ৮৮ শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে বুধবার স্কুল-কলেজের তিন হাজার ১০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। বৃহস্পতিবার ওই কেন্দ্রে টিকা নিতে আসা শিক্ষার্থী সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যায়।