টাইগারদের ব্যাটিং কোচ চূড়ান্ত, দায়িত্ব নেবেন ফেব্রুয়ারিতেই!

খেলা

নিউজ ডেষ্ক- যদিও বিসিবি বস নাজমুল হাসান পাপন কিছুদিন সময় নিয়েছেন। বলেছেন মাস তিনেক অপেক্ষার পর বুঝেশুনে তিনি টিম ম্যানেজমেন্টের সব পাকাপোক্ত করবেন। তারপরও ক্রিকেট পাড়ায় দুটি প্রশ্ন খুব উকিঝুঁকি দিচ্ছে। প্রথমত রাসেল ডোমিঙ্গো কি হেড কোচ হিসেবে থেকে যাচ্ছেন? দ্বিতীয়ত ব্যাটিং কোচ হিসেবে অ্যাশওয়েল প্রিন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে কি বিসিবি?

এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ জানুয়ারির তৃতীয় সপ্তাহে বিপিএল সময়মতো মাঠে গড়ারে প্রায় ৫ সপ্তাহের জন্য জাতীয় দলের অনেক কিছুই ঝুলে যাবে। সেটাই হয়। তাই বলাই যায়, বিপিএল শেষ হওয়ার আগে কোনোকিছু চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।

তারপরও বাংলাদেশের কোচিং প্যানেল নিয়ে নানা কৌতুহল সবার মনে। কিছু নামও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ক্রিকেটাঙ্গনে। ভারতের সাবেক ওপেনার ওকেরি রমন, ইংল্যান্ডের জেমস ফস্টারের নাম কম বেশী শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাদের নাম নিয়ে বেশ সাড়াও পড়েছে।

কিন্তু ভেতরের খবর হলো, এদের কারো সঙ্গে যোগাযোগই করেনি বিসিবি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শীর্ষ পরিচালকের সঙ্গে কথা বলে তেমনটাই জানা যায়।

তবে একটি খবর নিশ্চিত, ওকেরি রমন আর জেমস ফস্টার আসুন কিংবা নাই আসুন, অন্য একজনের সঙ্গে বিসিবির কথাবার্তা অনেকটাই পাকা হয়েছে। কোনো নতুন সমস্যার সৃষ্টি না হলে হয়তো খুব শিগগিরই তাকে বাংলাদেশের ক্রিকেটে দেখাও যাবে। তিনি আর কেউ নন, তিনি হলেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স।

এ অস্ট্রেলিয়ান আবার বাংলাদেশের ক্রিকেটে সম্পৃক্ত হতে যাচ্ছেন এবং সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, জেমি সিডন্স আসছেন। আগামী বছর (২০২২) ফেব্রুয়ারির একদম শুরু থেকেই তামিম-মুশফিকদের দায়িত্ব পালন করবেন এ অস্ট্রেলিয়ান।

নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে সিডন্সের সঙ্গে বিসিবির কথাবার্তা এক প্রকার চূড়ান্ত। চুক্তিও নাকি হয়ে গেছে। তিনিই সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, লিটন, সৌম্যদের কোচ হয়ে আসছেন। তবে এবার হেড কোচ নয়, ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে তাকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *