জেনে নিন মাছ চাষে পুকুর শুকানোর উপায় ও পুকুর শুকানোর উপকারিতা

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- মাছ চাষে পুকুর শুকানো উপায় ও পুকুর শুকানোর উপকারিতা মৎস্য চাষিদের ভালোভাবে জেনে রাখা দরকার। বর্তমান সময়ে মাছের চাহিদা পূরণে অনেকেই পুকুরে মাছ চাষ করছেন। আবার কেউ কেউ বাণিজ্যিক ভিত্তিতেও মাছ চাষ করছেন। আজকের এ লেখায় আমরা জানবো মাছ চাষে পুকুর শুকানো উপায় ও পুকুর শুকানোর উপকারিতা সম্পর্কে-

মাছ চাষে পুকুর শুকানো উপায় ও পুকুর শুকানোর উপকারিতাঃ

মাছ চাষে পুকুর শুকানোঃ

পুকুরে মাছ চাষ শুরু করার আগেই পুকুর ভালোভাবে শুকিয়ে নিয়ে পুকুরের সার্বিক প্রস্তুতরি কাজ করতে হবে। মাছ চাষের পুকুরে ক্ষতিকর পোকা-মাকড়, রাক্ষুসে ও অবাঞ্ছিত জলজ প্রাণি দমনের জন্য পুকুর শুকানো সবচেয়ে ভাল।

মাছ চাষের পুকুরটি এমনভাবে শুকিয়ে নিতে হবে যাতে মাটির স্তর ১৫ সে.মি. পর্যন্ত ফেটে যায় এবং তলা দিয়ে হেঁটে গেলে পায়ের দাগ পড়ে কিন্তু পা দেবে না যায়। পুকুরের তলার অতিরিক্ত কাদা তুলে পাড়ে ফেলতে হবে এবং পাড় ভাঙ্গা থাকলে তা সংস্কার করে নিতে হবে।

মই টেনে পুকুরের তলা যতদূর সম্ভব সমান করে দিতে হবে। এ কাজটি বর্ষার পূর্বেই ফাল্গুন/চৈত্র মাসে করলে খরচ ও সময় কম লাগে। তবে যদি ৪ বছরের মধ্যে পুকুর শুকানো হয়ে থাকে এবং পুকুরে রাক্ষুসে মাছ না থাকে তবে পুকুর শুকানোর প্রয়োজন নেই।

পুকুর শুকানোর উপকারতিাঃ

পুকুরের তলার অতিরিক্ত জৈব পদার্থ অপসারণ করা যায়।

শুকনো পুকুর হতে জলজ আগাছা অপসারণ করা সহজ হয়।‌‌ পুকুর শুকানো হলে রৌদ্রতাপে তলার রোগজীবানু মারা যায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়।

শুকনো পুকুরের রাক্ষুসে ও অচাষকৃত মাছ সহজে আহরণ করা যায়।‌‌ তলা সমতল করা সহজ হয়।‌‌ শুকনো পুকুরের পাড়ে ও তলায় চুন ও সার দেয়া সহজ হয়।শুকনো পুকুরে চাষ দেয়ার মাধ্যমে তলার বিষাক্ত গ্যাস দূরীভূত হয়, মাটির উর্বরতা বৃদ্ধি পায়, রৌদ্রের তাপে মাটি ভালোভাবে জীবাণুমুক্ত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *