জেনে নিন পুরাতন গাছের গোড়ার মাটি নতুন গাছে ব্যবহারের বৈজ্ঞানিক ভিত্তি

কৃষি ও প্রকৃতি

নিউজ ডেষ্ক- বর্ষাকালে বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশি গাছ লাগানো হয়ে থাকে। গাছ লাগালেও গাছ ঠিকমতো বৃদ্ধি পায় না।এ সমস্যায় রাসায়নিক সার ব্যবহার করেন অনেকই। তবে জৈবিক সার ব্যবহার এবং কিছু জৈবিক পদ্ধুতি অবলম্বন করে গাছের বৃদ্ধি ঘটানো যায়।

নতুন লিচু গাছ লাগালে পুরাতন লিচু গাছের গোড়ার মাটি ব্যবহার করার কিছু বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। এ মাটি ব্যবহারের সুফলের কারণ হলো ছত্রাকজনিকত।

পুরাতন লিচু গাছের গোড়ার মাটিতে একধরণের মাইকোরাইজা নামক ছত্রাক বাস করে। এরা লিচু গাছের শিঁকড়ের সাথে যুক্ত হয়ে মিথোজীবিতার মাধ্যমে মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে।

মাটিতে মাইকোরাইজা থাকলে গাছের বৃদ্ধি ভালো হয়। এসব কারণেই পুরাত গাছের গোড়ার মাটি নতুন লাগানো লিচু গাছের গোড়াতে দিতে হয়।

এছাড়া সিম গাছের শিঁকড়ে গুটি থাকে । এগুলো অসংখ্য ছত্রাক এবং ব্যকটেরিয়ার কলোনি। যুথবদ্ধ থাকার কারণে কলোনি বা এলাকা হিসেবে ধরা হয়। এখানেও মিথোজীবিতার মাধ্যমে গাছের পুষ্টি সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকে।

পুরাতন গাছের গোড়ার মাটি নতুন গাছে ব্যবহারের বৈজ্ঞানিক ভিত্তি জানা থাকলে গাছ লাগানোর সময় অবশ্যই এ পদ্ধতি অবলম্বন করে উপকৃত হবেন। পুরাতন গাছের গোড়ার মাটি নতুন গাছে ব্যবহারের বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে রাজশাহী কৃষি তথ্য সার্ভিস তথ্য দিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *