নিউজ ডেষ্ক- নতুন পুকুরে সার প্রয়োগ ও পুকুর প্রস্তুতির ধাপসমূহ মৎস্য চাষিরা অনেকেই জানেন না। প্রাকৃতিকভাবে মাছের চাহিদা পূরণ না হওয়ায় অনেকেই এখন মাছ চাষে ঝুঁকছেন। মাছ চাষের পুকুরে সার প্রয়োগ ও পুকুর প্রস্তুত করার প্রয়োজন হয়। চলুন আজকে জানবো নতুন পুকুরে সার প্রয়োগ ও পুকুর প্রস্তুতির ধাপসমূহ সম্পর্কে-
নতুন পুকুরে সার প্রয়োগ ও পুকুর প্রস্তুতির ধাপসমূহঃ
সার প্রয়োগ মাত্রাঃ
১. প্রতি শতাংশে গোবর ৫-৭ কেজি অথবা
২. হাঁস মুরগির বিষ্ঠা ৫-৬ কেজি অথবা
৩. কম্পোস্ট ১০-১২ কেজি এবং ইউরিয়া ১০০-১৫০ গ্রাম টিএসপি ৫০-৭৫ গ্রাম।
পুকুর প্রস্তুতির আনুমানিক মোট সময়ঃ
* পাড় ও তলা+ঝোপ জঙ্গল পরিষ্কার = ২ দিন; ক্স রাক্ষুসে মাছ পরিষ্কার = ৩ দিন (৭-১০ দিন পর্যন্ত বিষক্রিয়া থাকে)।
* চুন প্রয়োগ = ৩-৫ দিন; * সার প্রয়োগ = ৭ দিন; এরপর পোনা ছাড়া হবে। গড়ে মোট ১৭ দিন (২+৩+৫+৭)।
পুকুরে চাষযোগ্য মাছের বৈশিষ্ট্য- দ্রুতবর্ধনশীল; রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি; বাজার চাহিদা বেশি।
পুকুর প্রস্তুতিঃ
১ম ধাপ : জলজ আগাছা-কচুরিপানা, কলমিলতা, হেলেঞ্চা শেকড়সহ তুলে ফেলতে হবে।
২য় ধাপ : শোল, গজার, বোয়াল, টাকি রাক্ষুসে মাছ এবং অবাঞ্ছিত মাছ মলা, ঢেলা, চান্দা, পুঁটি সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে হবে।
৩য় ধাপ : এরপর প্রতি শতকে ১ কেজি হারে চুন পুকুরে ছিটিয়ে দিতে হবে। পুকুরে পানি থাকলে ড্রামে বা বালতিতে গুলে ঠা-া করে পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে।
৪র্থ ধাপ : মাটি ও পানির গুণাগুণ বিবেচনায় রেখে চুন দেয়ার এক সপ্তাহ পর জৈবসার দিতে হবে।
৫ম ধাপ : পুকুর শুকনা হলে পুকুরে সার, চুন, গোবর সব ছিটিয়ে দিয়ে লাঙল দিয়ে চাষ করে পানি ঢুকাতে হবে।
৬ষ্ঠ ধাপ : পোনা মজুদের আগে পুকুরে ক্ষতিকর পোকামাকড় থাকলে তা মেরে ফেলতে হবে।
৭ম ধাপ : পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য জন্মালে পোনা মজুদ করতে হবে। মৃত্যুর হার যেন কম থাকে সেজন্য পোনার আকার ৮-১২ সেন্টিমিটার হতে হবে।
৮ম ধাপ : এর পর নিয়মমতো পুকুরে পোনা ছাড়তে হবে।