নিউজ ডেষ্ক- চিতল ও আঁইড় মাছের মিশ্র চাষে পুকুর নির্বাচন ও প্রস্তুতি কিভাবে সম্পন্ন করতে হবে সেগুলো অনেকেরই জানা নেই। মাছ চাষিরা অনেকেই তাদের পুকুরে বিভিন্ন মাছের মিশ্র চাষ করছেন। চলুন আজ তাহলে জানবো চিতল ও আঁইড় মাছের মিশ্র চাষে পুকুর নির্বাচন ও প্রস্তুতি সম্পর্কে-
চিতল ও আঁইড় মাছের মিশ্র চাষে পুকুর নির্বাচন ও প্রস্তুতিঃ
পুকুর নির্বাচনঃ
চিতল আঁইড় মাছের জন্য ৭ থেকে ১০ ফুটের গভীরতা সম্পন্ন স্বর্বনিম্ন ৫০ শতক থেকে যত বড় পুকুর নির্বাচন করা যায় ততই ভাল। এঁটেল দোঁআশ মাটি এই মাছগুলো চাষের জন্য আদর্শ।
বন্যামুক্ত, ৮” থেকে ১২” কাঁদাযুক্ত, দৈনিক আট ঘন্টা সূর্যের আলো পড়ে এমন পুকুর নির্বাচন করুন। পানিতে পাতা পড়ে এ্যামোনিয়া গ্যাস তৈরী করতে পারে পুকুর পাড়ে এমন কোন গাছ-পালা থাকতে পারবেনা। তবে নারিকেল, সুপারি, তাল, পেপে গাছ লাগাতে পারেন।
পুকুর প্রস্ততিঃ
কার্পমাছের জন্য আমরা সাধারণত যেভাবে পুকুর প্রস্তত করে থাকি ঠিক একই পদ্ধতি তে পুকুর প্রস্তত করবেন। চিতল মাছ বিভিন্ন গর্ত ও গাছের কোঠরে থাকতে পছন্দ করে, তাই পুকুরে কিছু গাছের গুড়ি ফেলে রাখবেন।