জিয়া-আকরামের অবস্থান যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশে

জাতীয়

নিউজ ডেষ্ক- বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত দুই আসামির (সৈয়দ জিয়াউল হক জিয়া এবং আকরাম হোসেন) তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির রিওয়ার্ড ফর জাস্টিস কর্মসূচির তরফে স্পষ্ট করেই বলা হয়েছে, তাদের ধারণা জিয়া-আকরাম বাংলাদেশেই বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছেন। কিন্তু অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই দুই আসামি অন্য কোনো দেশে পালিয়ে আছেন। তাদের ধরার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর দুই দেশের দু’রকম বক্তব্যে আসামিদের অবস্থান নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। আর তাই প্রশ্ন উঠেছে আসলে এই দুই আসামির অবস্থান কোথায়?

গত সোমবার অনেকটা আচমকা যুক্তরাষ্ট্রের রিওয়ার্ড ফর জাস্টিস কর্মসূচি পলাতক এই আসামিদের অবস্থানের বিষয়ে তথ্য দিতে ৫০ লাখ ডলার দেওয়ার ঘোষণা করে। কূটনৈতিক সূত্র জানায়, সাধারনত এ ধরনের আসামির তথ্য পেতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশের সহযোগিতা নিয়ে থাকে। ওই দেশের কর্তৃপক্ষের মাধ্যমে পুরস্কার ঘোষণা দেওয়া হয়।

কিন্তু অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের এই আসামিদের বিষয়ে সরাসরি যুক্তরাষ্ট্র তাদের নিজেদের তরফ থেকে পুরস্কার ঘোষণার কথা বলেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এভাবে পুরস্কার ঘোষণার মানে হলো, এখানে দুই পক্ষের মধ্যে আস্থা-বিশ্বাসের ঘাটতি রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট দেশের কোন সহায়তা না নিয়ে সরাসরি পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে। যদিও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণার বিষয়টি তারা স্বাভাবিকভাবেই নিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ওই পুরস্কারের বিষয়ে বলেছেন, এটি অপরাধীদের ধরতে সুবিধা হবে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্র কেন পুরস্কার ঘোষণা করেছে সে বিষয়ে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি আসেনি। যেহেতু অন্য একটি দেশের বিষয় তাই আমাদের দেশে এটা আইনগতভাবে কতোটুকু বিচারযোগ্য সেটা সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ আমাদের থেকে ভালো বলতে পারবেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *